Monthly Archives: July 2008

আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?

তিন দশকেরও বেশি সময় ধরে আমরা এমন এক বাংলাদেশ সৃষ্টি করেছি, যা বসবাসযোগ্য নয়, যা একটি নর্দমায় পরিণত হয়েছে।

আমরা জনগণকে কোনো অধিকার দিই নি।

তাদের জীবিকার, শিক্ষার, চিকিতসার ব্যবস্থা করি নি।

গণতন্ত্রের নামে আমরা স্বৈরাচার চালিয়ে যাচ্ছি।

দুর্নীতিতে আমরা বারবার প্রথম স্থান অধিকার করছি।

এই আমাদের বাংলাদেশ, এই আমাদের সোনার বাংলা।

কিন্তু আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?

এমন দুস্থ, দুর্নীতিকবলিত, মানুষের অধিকারহীন, পঙ্কিল, বিপদসঙ্কুল, সন্ত্রাসীশাসিত, অতীতমুখী, প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ, সৃষ্টিশীলতাহীন, বর্বর, স্বৈরাচারী বাংলাদেশ, যেখানে প্রতি মুহূর্তে দম বন্ধ হয়ে আসতে চায়?

(হুমায়ূন আজাদের “আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?” হতে নেওয়া)